কৃষি জমির উপরি স্তর কর্তন / খনন ও ভরাট বন্ধে জেলা প্রশাসকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের
কৃষি জমির উর্বরতা বাংলাদেশের এক অনন্য গর্ব ও অমূল্য সম্পদ, যা প্রজন্মান্তরে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে।
যারা অবৈধভাবে মাটি কেটে/খনন করে আবাদযোগ্য জমির উপরিভাগ বিনষ্টকরণসহ নানাভাবে উর্বরতার ক্ষতিসাধন করছেন, তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানা গেছে।
কৃষি শ্রেণীর জমি ব্যক্তিমালিকানাধীন হলেও কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মাটি কর্তন/খনন করার কোনরূপ সুযোগ নেই।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী অবৈধভাবে আবাদযোগ্য জমির মাটি কর্তন/খনন শাস্তিযোগ্য অপরাধ। আইনে এহেন অপরাধে সর্বোচ্চ ২ (দুই) বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। উল্লেখ্য গত ৭ জানুয়ারি ২০২৬ ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবেরা আক্তার স্বাক্ষরিত একটি পত্রে কৃষি জমির উপরি স্তর কর্তন বা খনন ও ভরাট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে একটি পত্র প্রেরণ করেছেন।




